ক্রাইম নিউজমেট্রোপলিটন পুলিশডিএমপি , ঢাকাডিএমপিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি ডিএমপি প্রতিনিধি - নভেম্বর ৬, ২০২৩24ডিএমপির লোগো। ছবি: ডিএমপি নিউজঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।সোমবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ বদলি করা হয়।