ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে এই বদলি করা হয়। খবর জাগো নিউজের।
ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদকে সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম জাহাঙ্গীর হাছানকে ওয়ারী বিভাগের ডেমরা জোনে বদলি করা হয়।