বাংলাদেশ পুলিশের ১৮০ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডিআর কঙ্গোয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোয় (মোনুসকো) দায়িত্ব পালনের জন্য ঢাকা ত্যাগ করেছেন।
ওই শান্তিরক্ষীরা ২৬ মে (রোববার) দিবাগত রাত ১২টা ৪১ মিনিটে বিশেষ বিমানে করে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর পিপিএম-সেবা এ তথ্য জানান।
ঢাকা ত্যাগ করা ওই ১৮০ জন সদস্য ব্যানএফপিইউ-১–এর ১৬তম রোটেশনের সদস্যদের প্রতিস্থাপন করবেন। বাংলাদেশ পুলিশের এই ফর্মড পুলিশ ইউনিটির কমান্ডিং অফিসার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমি।
পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি মো. আনোয়ার হোসেন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশন শাখার কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা ৩৫ বছর ধরে প্রতিকূল পরিস্থিতিতে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী শান্তিরক্ষায় নিয়োজিত থেকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন।