পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই প্রতারক । ছবি: বাংলাদেশ পুলিশ।

মোবাইলে নিজেকে ঢাকা রেঞ্জের ডিআইজি পরিচয় দিয়ে অভিনব কৌশলে প্রতারণা করার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা এক মাদক কারবারিসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা ডিবি (উত্তর) পুলিশ।

সোমবার (১৯ জুন) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খান।

গ্রেপ্তার আসামিরা হলেন চক্রের মূল হোতা দ্বীন ইসলাম ওরফে শাওন (২৬) ও তাঁর সহযোগী হৃদয় আহমেদ (৩০)। আসামিরা গাজীপুরের কালীগঞ্জ থানার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আসামি দ্বীন ইসলাম ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি সাভার থানা এলাকায় মাদক ব্যবসা চালানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিজেকে ঢাকা রেঞ্জের ডিআইজি পরিচয় দিতেন। নিজের পরিচয়কে প্রতিষ্ঠিত করার জন্য তাঁর নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটি ঢাকা রেঞ্জের ডিআইজির সরকারি মোবাইল নম্বরে ফরওয়ার্ড করে রাখেন। কেউ তাঁকে ফোন দিলে সেই ফোনকল ঢাকা রেঞ্জের ডিআইজির সরকারি নম্বরে চলে যায়। এভাবে সে বিভিন্ন সাধারণ ব্যক্তি ও সরকারি বিভিন্ন কর্মকর্তার কাছে নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নিয়ে আসছিলেন।

১৫ জুন সাভার মডেল থানাধীন থানাস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীর কাছে একইভাবে নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় মো. সোহানুর রহমান নামের একজন বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঢাকা ডিবি পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতারক দ্বীন ইসলাম (২৬) ও তাঁর সহযোগী হৃদয় আহমেদকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেই বিষয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে বলেও জানান তিনি।