
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের নির্মাণাধীন স্থাপনাগুলো মঙ্গলবার পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
ওই সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম-সেবা, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া বিপিএম-সেবা, উপকমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), এস এম মোস্তাইন হোসেন বিপিএমসহ অনেকে উপস্থিত ছিলেন।