গাজীপুরের বাসন থানাধীন আউটপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ জুলাই) রাতে ৪টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে রোববার (১৭ জুলাই) এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. শাহজালাল (২৭), মো. রিয়াজ (২২), মো. সবুজ (২৭), মো. আনিছুর রহমান ওরফে ইয়াবা সোহাগ (২৮) ও মো. আলী হোসেন (৪০)। গ্রেপ্তার সময় আসামিদের কাছ থেকে একটি চাপাতি, দুটি ছুরি, একটি লোহার রড, প্লাস্টিকের রশি জব্দ করা হয়।
পুলিশের অভিযানের সময় অজ্ঞাতপরিচয়ে ৩/৪ জন আসামি পালিয়ে যান।
জিএমপি জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের নামে আগে একাধিক মামলা রয়েছে। তাঁরা সবাই পেশাদার অপরাধী। গ্রেপ্তার আসামিদের নামে বাসন থানায় নতুন একটি মামলা হয়েছে।