গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে শনিবার (২৭ আগস্ট) এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, শনিবার টঙ্গী পশ্চিম থানার এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সড়ক ভবনের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন মো. ইমরান হোসেন (২০), বিশাল (১৯), গাজী মো. বাসেদ (৪০), অন্তর (২০) ও সাগর মিয়া (১৯)। ওই সময় চারটি ছুরি, একটি চাপাতি, ও ছিনতাই হাওয়া পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিদের নামে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।