ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার সদস্যরা।
রোববার (৩ ডিসেম্বর) নগরীর কোতোয়ালি থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. বাদশাহ, মো. সাহেদ, মো. করিম, মো. রুবেল, মো. হৃদয় অপু, মো. মুন্না ও মো. সজীব।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, ডাকাতির প্রস্তুতিকালে পাঁচটি ছুরিসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।