ডলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগ।
মঙ্গলবার (২৫ জুলাই) নগরীর কোতোয়ালি থানাধীন হালিশহর থানাধীন চৌধুরীপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. ওবাইদুর ফকির, মো. সিরাজ তালুকদার, মো. রওশন শেখ ও মো. রিপন খান।
ডিবির (বন্দর ও পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, ১৭ জুলাই মো. আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকার বদলে ২ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেয় ওই প্রতারক চক্র। কিন্তু টাকা নিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করেন আসামিরা। এ ঘটনায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।
এই পুলিশ কর্মকর্তা জানান, তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা করা হয়েছে।