বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার পর স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান। ছবি: সমকাল

ঠাকুরগাঁও সদর উপজেলার রহমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় সাইদুরের রাইস মিলে এ ঘটনা ঘটে। খবর সমকালের।

নিহত ব্যক্তিরা হলেন দাসপাড়া এলাকার সাগরের স্ত্রী দীপ্তি রানী (৪০), তাঁর মেয়ে পূজা (৮) ও উমাকান্তের ছেলে পলক (৯)। এ সময় বাড়ির মালিক সাগর ও নিখিল আহত হন।

স্থানীয় ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার সকালে সাইদুরের রাইস মিলের শ্রমিকেরা ধান সেদ্ধ করার জন্য বয়লারের স্টিম তোলেন। একসময় শ্রমিকেরা বয়লার বন্ধ রেখে অন্য কাজে গেলে অতিরিক্ত চাপে বয়লার বিস্ফোরণ হয়। এতে বয়লারের একটি বড় অংশ দীপ্তি রানী, তাঁর মেয়ে পূজা ও পলকের ওপর গিয়ে পড়লে তাঁরা ঘটনাস্থলেই মারা যান।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কসংলগ্ন দাসপাড়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী সাইদুর রহমান রাইস মিল চালু করার আগেও স্থানীয়দের বাধার মুখে পড়েন। এই রাইস মিল চালু না করার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। এ ঘটনার পর থেকে রাইস মিলের মালিক সাইদুর রহমান ও কাজের শ্রমিকদের খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম কুমার পাঠক বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।