চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ও রেললাইনের যন্ত্রাংশ চুরিরোধে দফাদার ও চৌকিদারদের দিকনির্দেশনা ও পরামর্শ কার্যনক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ। চাঁদপুরের বিভিন্ন থানা এলাকায় রেলওয়ে থানা ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ কার্যেক্রম পরিচালিত হয়।
এসব কর্মসূচিতে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে উপস্থিত সবার সহযোগিতা চাওয়া হলে সবাই রেলওয়ে পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা দফাদার ও চোকিদার প্যারেডে চট্টগ্রাম রেলওয়ে জেলার ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন দিকনির্দেশনা দেন। পরদিন ১৪ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার সদর মডেল থানা আয়োজিত দফাদার ও চোকিদার প্যারেডে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার একই ধরনের দিকনির্দেশনা ও পরামর্শ দেন। একই দিন কুমিল্লা জেলার কোতয়ালি থানা আয়োজিত প্যারেডে দিকনির্দেশনা দেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) ইসমাইল হোসেন সিরাজী।
গত ২ মার্চ কুমিল্লার লাকসাম থানা আয়োজিত দফাদার ও চোকিদার প্যারেডে নিকনির্দেশনা ও পরামর্শ দেন চট্টগ্রাম রেলওয়ে জেলার লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন খন্দকার।