সিলেট রেলওয়ে জেলার গোয়েন্দা শাখার সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
সিলেট রেলওয়ে জেলার গোয়েন্দা শাখার ইনচার্জ এসআই শেখ আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় আখাউড়া রেলওয়ে থানাধীন আশুগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে তাঁরা উঠে পড়েন। এরপর ট্রেনের ‘ছ’ বগির ৩ ও ৪ নম্বর সিটের পাশ থেকে মো. হৃদয় (২২) নামের মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।