ট্রেনে পাথর নিক্ষেপ ঠেকাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী রেলওয়ে স্টেশনে একটি সভা করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিট পুলিশিং সভাটি করেন।
এ সময় তিনি ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করতে পাহাড়তলী রেলওয়ে স্টেশন থেকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন পর্যন্ত রেললাইনের আশপাশের লোকদের সহযোগিতা চান।
পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে অবহিত করে তিনি ট্রেনে চোরাচালান ও মাদকদ্রব্য পরিবহন বন্ধে সবার সহযোগিতা চান।
চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে ফৌজদারহাট রেলওয়ে স্টেশন, সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন, ষোলশহর রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, ফেনী রেলওয়ে স্টেশন, চৌমুহনী রেলওয়ে স্টেশন, সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন, লাকসাম রেলওয়ে স্টেশন, কুমিল্লা রেলওয়ে স্টেশন, চাঁদপুর বড় স্টেশন, চাঁদপুর পোর্ট স্টেশন, মেহের রেলওয়ে স্টেশন, হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন, হিতোষি রেলওয়ে স্টেশনে বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।