
কুমিল্লার পুলিশ লাইনস ড্রিলশেডে আজ শনিবার আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
ব্রিফিং প্যারেডে দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার ফোর্সকে প্রতিটি ইভেন্ট সম্পর্কে অর্পিত দায়িত্বসমূহ সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, দায়িত্বপ্রাপ্ত সব গোয়েন্দা কর্মকর্তাকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন কোনো অসাধু দালাল চক্র নিয়োগ কার্যক্রমের সাথে জড়িত হয়ে সাধারণ জনগণকে প্রতারিত করতে না পারে। আইজিপি স্যারের পথনির্দেশনায় আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২২ সম্পূর্ণ করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।