যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। তল্লাশির সময় একটি সিন্দুক ভেঙে ফেলা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।
ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তের অংশ হিসেবে এফবিআই এ তল্লাশি চালিয়েছে।
এমন এক সময় এই তল্লাশি চালানো হলো, যখন ট্রাম্প ২০২৪ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।
তল্লাশির বিষয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, জাতির জন্য আজ এক কলঙ্কজনক দিন। সব সরকারি সংস্থার তদন্তে তিনি সহযোগিতা করে এসেছেন। সুতরাং তাঁর বাড়িতে এ রকম ‘নজিরবিহীন’ তল্লাশির কোনো প্রয়োজন ছিল না এবং সেটা উচিতও হয়নি।