
২০২২-২০২৩ বর্ষের ট্রাফিক হাইওয়ে পুলিশের কার্যক্রম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে সোমবার সকাল ১০টার দিকে দুই দিনব্যাপী এ কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) আতিকা ইসলাম বিপিএম, এনডিসি।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোর্স পরিচালক হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (এইচআর অ্যান্ড মিডিয়া) মো. শামসুল আলম। প্রশিক্ষক ছিলেন অতিরিক্ত ডিআইজি (দক্ষিণ বিভাগ) জয়দেব চৌধুরী বিপিএম।