কেএমপির ট্রাফিক বিভাগের অভিযানের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৪৫টি মামলা ও ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর থেকে শুক্রবার (৪ অক্টোবর) দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানকালে গাড়ি ডাম্পিং ও রেকার করার পাশাপাশি ১৪টি যানবাহন আটক করা হয়েছে।

খুলনা মহানগর এলাকার ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কেএমপির ট্রাফিক বিভাগ।