জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকা থেকে ৭২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গত সোমবার (৭ আগস্ট) রাতে হাতিরঝিল থানাধীন মগবাজার চৌরাস্তা এলাকা থেকে আসামি মো. সাগর হোসেন, মো. ইউসুফ, মো. হাসান ও মো. মারুফকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা ট্রাক। ছবি : বাংলাদেশ পুলিশ

অভিযানে নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের লিডার অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, কুমিল্লা থেকে ট্রাকে করে গাঁজার একটি চালান মগবাজারের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেওয়া হয়। ঘটনাস্থলে আসামাত্রই ট্রাকটি আটক করা হয়। পালানোর সময় গ্রেপ্তার করা হয় চার আসামিকে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজা জব্দ করা হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীতে বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। হাতিরঝিল থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।