নেত্রকোনার সদর থানা-পুলিশের অভিযানে ৪০০ বস্তা ভারতীয় চিনি, একটি ট্রাকসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) ভোরের দিকে সদর থানাধীন রাজুর বাজারসংলগ্ন এবিসি ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন নেত্রকোনা সদর থানা এলাকার মো. মাসুম (৪০) এবং গাজীপুরের কালীগঞ্জ এলাকার মো. জায়েদ মিয়া (২২) ও পুবাইল এলাকার বাবু মিয়া (৪৫)।
নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।