সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২৭৫ বস্তা ভারতীয় চিনি, একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ মে) নগরীর মোগলাবাজার থানাধীন প্যারাইচক পয়েন্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকার মো. তারিফ আহমদ (২৯) ও নূর জামাল (৩৮)।
এসএমপি ডিবি জানায়, আসামিদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।