সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩৮৩ বস্তা ভারতীয় চিনি, একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৮ মে) নগরীর মোগলাবাজার থানাধীন মোগলাবাজার থানা-সংলগ্ন মসজিদের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সাতক্ষীরার দেবহাট্টা থানা এলাকার মো. মাসুম বিল্লাহ (২৭) ও মো. মামুনুর রহমান (২৮)।
এসএমপি ডিবি জানায়, তাঁদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।