রাজধানীর মগবাজার এলাকা থেকে ৪ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ আগস্ট) রাতে রমনা থানাধীন মগবাজার চৌরাস্তা এলাকা থেকে আসামি মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি, ট্রাকসহ আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়েছে।