কক্সবাজারের টেকনাফ নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।
নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম আজ বুধবার মেরিন ড্রাইভ রোড-সংলগ্ন উত্তর মশুরী নৌঘাট এলাকায় এই অভিযান চালায়। এ সময় আনুমানিক ৩ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।
পরে উদ্ধার করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।