পুলিশি হেফাজতে এক আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর শিশু তাহমিনা আকতার (৬) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত এক যুবক ও এক ভাসমান রোহিঙ্গা কিশোরীকে (১৫) গ্রেপ্তার করেছে টেকনাফ থানা-পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামি হাফেজ উল্লাহ (৩২) টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা। অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি।

তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর সকালে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ডাংগরপাড়ায় বস্তাবন্দি অবস্থায় তাহমিনার লাশ উদ্ধার করা হয়। সে শাহপরীর দ্বীপের মো. জলিলের মেয়ে। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় হাফেজকে গ্রেপ্তার করে র‍্যাব-১৫। অপর আসামিকে গ্রেপ্তার করে টেকনাফ থানা-পুলিশ।

এই পুলিশ কর্মকর্তা জানান, লোভের বশবর্তী হয়ে পরস্পর যোগসাজশে তাহমিনার গলায় রশি ও ওড়না পেঁচিয়ে এবং বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি, ওড়না, বালিশ ও একটি দা জব্দ করা হয়েছে।