কক্সবাজারের টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল।
সোমবার ভোরে রোহিঙ্গা ক্যাম্প-২৪ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্থানীয় ডাকাত জামাল গ্রুপের প্রধান জামালসহ ৮-১০ জন রোহিঙ্গা ক্যাম্প-২৪ (লেদা) এর এ/১৪ ব্লকস্থ খোলা মাঠে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই খবরের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে জামাল হোসেন (৪৫), মো. হামিদ এবং মো. ইলিয়াসকে (১৬) আটক করে। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি একনলা বন্দুক , দুটি তাজা গুলি, একটি স্টিলের চাকু, তিনটি রামদা জব্দ করা হয়।
অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, আটক ওই ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ।