
কক্সবাজারের টেকনাফে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে। টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকা থেকে ৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. সাদ্দাম (২২) ও আব্দু সালাম (৬০)। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় এলজি, দুটি গুলি ও তিনটি গুলির খোসা জব্দ করা হয়েছে।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএনের একটি দল কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় ৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত সাদ্দাম ও সালামকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় এলজি, দুটি গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।