
কক্সবাজারের টেকনাফে ১ হাজার ৯৫০টি ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উপজেলার লেদা ক্যাম্প থেকে রোববার বেলা সাড়ে ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. শফিক (২১) ও মো. আলম (২৬)। তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এপিবিএন।