কক্সবাজার টেকনাফের পাহাড়ি এলাকা থেকে দেশীয় অস্ত্র, গোলাবারুদসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকার আবু ছিদ্দিক (২৮) এবং একই এলাকার শফিকুল ইসলাম (২১)।
আজ রোববার সকালে হোয়াইক্যং ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) রোকনুজ্জামান এ তথ্য জানিয়েছেন। খবর ঢাকা পোস্টের।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে টেকনাফের কাঞ্জরপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। ওই সময় তাঁদের কাছ থেকে তিনটি কার্তুজ ও খালি খোসা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করতেন। এ ছাড়া বিশেষ কিছু সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।