তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারকে উত্ত্যক্ত ও হত্যাচেষ্টার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কনস্টেবল নামজুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪ এপ্রিল (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, গত ২ এপ্রিল ভুক্তভোগী শিক্ষিকা শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ফার্মগেটের সেজান পয়েন্টে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাঁকে উত্ত্যক্ত ও হত্যাচেষ্টা করেছেন।

অভিযোগ পেয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে কনস্টেবল নাজমুল তারেককে শনাক্ত করা হয়। ভুক্তভোগীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর কথা স্বীকার করায় তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তিনি ডিএমপির প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।