ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) ঢাকার আয়োজনে গেন্ডারিয়ার মিলব্যারাক কনভেনশন হলে বুধবার গ্র্যান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার কৌশলবিষয়ক সভা হয়েছে।
এতে সভাপতি ছিলেন টিডিএস কমান্ড্যান্ট ডিআইজি মো. ময়নুল ইসলাম, এনডিসি।
এ ছাড়া উপস্থিত ছিলেন টিডিএসের অতিরিক্ত ডিআইজি মোসলেহ্ উদ্দিন আহমদ, পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহরিয়ার, জামালপুর এমডিএসের পুলিশ সুপার ফয়েজুল কবিরসহ অনেকে।
টিডিএস মুখপাত্র পুলিশ সুপার (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘কমান্ড্যান্ট ডিআইজি স্যার ফোর্সের সুবিধা-অসুবিধা কল্যাণ সভায় শোনেন এবং দ্রুত যেকোনো সমস্যা সমাধানের দিকনির্দেশনা দেন।’