অবৈধ কালোবাজারির মাধ্যমে আন্তনগর বিভিন্ন ট্রেনের টিকিট বিক্রির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ফটকের সামনে থেকে একজনকে আটক করেছে আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের কাজিপাড়ার মো. পারভেজকে (২৫) আটক করা হয়।
ওই সময় যুবকের প্যান্টের ডান পকেট থেকে বিভিন্ন আন্তনগর ট্রেনের ৯ আসনবিশিষ্ট ছয়টি টিকিট জব্দ করা হয়। জব্দ করা টিকিটের মূল্য ১ হাজার ৬৫ টাকা।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।