টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের অর্ধশতকে নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারায় ভারত।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর)
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত।
প্রথম ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ভারত। রোহিত ৫৩, কোহলি ৬২ এবং সূর্য ৫১ রান করেন। জবাবে ১২৩ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস।
এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল ভারত। ২ খেলায় ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। সমানসংখ্যক ম্যাচে এখনও জয়হীন নেদারল্যান্ডস।