ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। ম্যাচে টসে হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

তার আগেই টস অনুষ্ঠিত হয়েছে। এবারও টসে হারলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টসে জিতে আগে ব্যাটিং নিলেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম ল্যাথাম।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল।