গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার সদস্যরা অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৬ নভেম্বর) রাতে টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. জিহাদ হোসেন (২৩) ও মো. মৃদুল (২২)।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।