গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা-পুলিশের অভিযানে ৫৫০টি ইয়াবা বড়িসহ দুজন গ্রেপ্তার হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে এশিয়া সিএনজি পাম্পের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (২০) ও মােবারক হােসেন (২০)। তাঁদের কাছ থেকে ৫৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। দুজনেরই বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। তাঁদের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে।