আলভার্তো মোরাতার জোড়া গোলে জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে আতলেতিকো মাদ্রিদ।
স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত ম্যাচে গেটাফের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে দিয়াগো সিমিওনের শিষ্যরা। খবর বাসসের।
ধারের খেলোয়াড় হিসেবে জুভেন্টাসে দুই বছর কাটিয়ে আতলেতিকোয় ফেরা মোরাতা ম্যাচের দুই অর্ধে দুই গোল করেন। দলের হয়ে তৃতীয় গোলটি করেন আঁতোয়ান গ্রিজম্যান।
তিন গোলেরই জোগানদাতা ছিলেন আতলেতিকোর আরেক তারকা হোয়াও ফেলিক্স।
ম্যাচের ১৫তম মিনিটে ফেলিক্স বক্সের মধ্যে বল ফেললে সেটি জালে পাঠিয়ে দেন মোরাতা। ৫৯তম মিনিটে স্টেফান মিত্রোভিচের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। এরপর ৭৫তম মিনিটে ফেলিক্স কাট করে বল প্রতিপক্ষের ডি বক্সে চালান করে দিলে সেটি নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোল করেন গ্রিজম্যান।