সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১০টি গরু উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে একজন চোরাকারবারিকে।
জৈন্তাপুর মডেল থানা-পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম ১৩ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার সময় ওই থানার ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্গত নিজপাট খাসিয়া হাটি এলাকা থেকে ১০টি ভারতীয় গরু উদ্ধার এবং ১ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার চোরাকারবারির নাম সুমন আহমদ (১৯)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
গ্রেপ্তার আসামি এবং পলাতক আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।