সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা, ৪৯৬ গ্রাম গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার সময় জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি টিম ওই থানাধীন ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্গত হরিপুর এলাকার ভুট্টো মিয়ার মার্কেটে অভিযান চালিয়ে নজির আহমদ (৪৮) ও কামাল উদ্দিন (৩৫) নামের দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ও ৪৯৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানার এসআই নাঈমুল হাসান থানায় হাজির হয়ে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।
আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।