সিলেটের জৈন্তাপুর থানা-পুলিশের অভিযানে ২৯৭টি ভারতীয় মোবাইল ফোনসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ফোন পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে জৈন্তাপুর থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি ইউসুফ আলীর (৪০) বাড়ি জেলার গোয়াইনঘাট থানাধীন নলজুরী গ্রামে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গাড়িটি থামানো হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২৯৭টি মোবাইল ফোন উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।