যশোরের বেনাপোল পোর্ট থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আট আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জুয়ার আড্ডায় হানা দিয়ে মাদক, খুনসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে ১৬ ফেব্রুয়ারি (বুধবার) রাতে ওই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার আট আসামি হলেন মো. রুবেল হোসেন (২৭), মো. তুহিন আলম বাপ্পি (২৫), মো. জাফর হোসেন তুষার (২৬), মো. আনার আলী (৪৫), মো. টিটু হোসেন (২৯), মো. সজল হোসেন (২৫), মো. সাইফুল ইসলাম ওরফে চঞ্চল (৩৭) ও মো. হান্নান কাজী (৩৫)।

জেলা পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ওই আট আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১১ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক, খুন, চোরাচালান ও দাঙ্গার অভিযোগে মামলা রয়েছে।