পুলিশি হেফাজতে আসামি। ছবি: পুলিশ নিউজ

মৌলভীবাজারের জুড়ী থানা-পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) জুড়ী থানাধীন পূর্ব শিলুয়া এলাকা থেকে আসামি শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

আসামি শফিকুর রহমানের বাড়ি জুড়ী থানার পূর্ব শিলুয়া গ্রামে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।