কুড়িগ্রামে অনলাইন জুয়া খেলা অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে উলিপুর থানা-পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের কালপানি বজরা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৫ জুয়াড়ি হলেন আশিকুর রহমান (৩০), মিজানুর রহমান (৩৬), মোস্তাফিজুর রহমান বুলু (৪০), মোজাম্মেল হক (৪৭) ও এরশাদুল ইসলাম (৩৬)। তাঁদের সবার বাড়ি উলিপুরের কালপানি বজরা গ্রামে।
জানা যায়, উলিপুর থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কালপানি বজরা গ্রাম থেকে মোবাইলে অনলাইন অ্যাপসে জুয়া খেলা অবস্থায় ওই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল এবং টাকা জব্দ করা হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়িদের গ্রেপ্তার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। এই অভিযান অব্যাহত থাকবে।