জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে কুড়িগ্রামের উলিপুর থানা-পুলিশ।
থানা-পুলিশের একটি চৌকস দল গতকাল বুধবার রাত ২টা ৫০ মিনিটে উলিপুর থানাধীন বুড়াবুড়ি বাজারে স্টুডিওর দোকানে জুয়া খেলার সময় রুহুল আমীন (৩৫), ওবায়দুল ইসলাম (২৮), বকুল সেন (৩৩), এরশাদ আলী (৩৩) ও বাবলু রানাকে (৩৫) গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়িদের গ্রেপ্তার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি।’
তিনি বলেন, ‘কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।’