দুটি অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ১৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
রোববার ঢুষমারা থানাধীন অষ্টমীরচর ইউপির নটাকারকান্দি এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ডাটিয়ারচর গ্রামের আতিকুর রহমান, রাশেদুল ইসলাম, ছাহের উদ্দিন, মো. হাসানুর ও মো. নুরুন্নবীকে জুয়া খেলার সরঞ্জাম, টাকা, পাঁচটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে থানা-পুলিশ।
অন্যদিকে রৌমারী থানা-পুলিশ আজ রৌমারী ইউনিয়নের পশ্চিম ইছাকুড়ি এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ওই গ্রামের মনজিল হোসেন (৪০), ফারুক হোসেন (৪০), মমিনুল ইসলাম (৩০), মিনারুল ইসলাম (২৮), নুর আলী (৩০), মিজু মিয়া (২৫), কছর উদ্দিন (৩৭), মোসলেম উদ্দিন (৩৬), আনারুল ইসলাম (৩২), আমির হোসেন (২৬) ও মিনারুল ইসলামকে (২৮) টাকাসহ গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়িদের গ্রেপ্তার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।’