চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চান্দগাঁও থানাধীন মোহরা কালুরঘাট পুলিশ ফাঁড়ির উত্তর পাশে আনোয়ারের টিনশেড কলোনিতে সোমবার অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর, নুর কামাল, ইকবাল হোসেন, মো. রফিক ও নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ওই পাঁচজনের নামে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।