কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশের অভিযানে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, টাকা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৮ মার্চ) ফুলবাড়ী থানাধীন ভাঙ্গামোড় ইউনিয়নের জোৎসার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. জিয়াউর রহমান (৪০), মো. হুমায়ন কবির (৪২), মো. গোলাম রব্বানী (২২), মো. ফারুক (৩৮), মো. শহিদুল ইসলাম (৩২) ও মো. এরশাদুল ইসলাম (৪২)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।