কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আলাদা অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা, ১০০টি ইয়াবা বড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কিশোরগঞ্জ সদর থানাধীন শ্রীমান্তপুর এলাকার শহীদ মিয়ার বাঁশঝাড়ের নিচে খোলা জায়গায় অভিযান চালিয়ে খায়রুল ইসলাম (৩৫), দুলাল মিয়া (৪৫), নজরুল ইসলাম (৪০), খোকন মিয়া (৪৫), মাহবুলকে (২৬) গ্রেপ্তার করা হয়।
আসামিদের হেফাজতে থাকা জুয়া খেলার সরঞ্জাম ও ২৫ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামিদের নামে কিশোরগঞ্জ সদর থানায় জুয়া আইনে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।