জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২৫ জুন) নগরীর কোতোয়ালি থানাধীন শামীমাবাদের মজুমদারপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন তামিম আহমেদ সুমন (৩৪), আবুল কালাম (৫৯), মো. জাবেদ (৩৯), মো, মামুন উদ্দিন (৩৪), দুলু চন্দ্র দেব (৪৮), আনোয়ার হোসেন (৩৪), আফজাল হোসেন (২২), আলী রাজা (২৫) ও হাবিবুর রহমান মুন (২৮)।
এসএমপি ডিবি জানায়, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।