পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজারের কুলাউড়া থানা-পুলিশ। এ সময় ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

সোমবার (৩ এপ্রিল) ভোরে কুলাউড়া থানাধীন হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জব্দ করা টাকা ও তাস। ছবি : বাংলাদেশ পুলিশ

আসামিরা হলেন জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), তানু মিয়া (৪২), বাছিত মিয়া (৩৫), লায়েছ মিয়া (৫০), আলাল মিয়া (৪০), জনু মিয়া (৩৫), জিতু মিয়া (৪০) ও তারেক মিয়া (২৭)।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।