কুড়িগ্রামের নাগেশ্বরী থানা-পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) নাগেশ্বরী থানাধীন কালিগঞ্জ ইউনিয়ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. আনিছুর রহমান (৪৫), মো. খোরশেদ আলম (৩৬), মো. জাহিদ ইকবাল (২৫), মো. আশরাফুল ইসলাম (২২), মো. সাইদুল ইসলাম, মো. তোজাম্মেল হক (৪২) ও মো. রেজাউল করিম (৪০)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।